Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ এখন মহাসংকটে: আ স ম রব

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২১ ১৮:৩৫

ঢাকা: দেশ একটা মহা সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজতান্ত্রিক দল (জেএসডি) ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রব বলেন, ‘দেশ মহা সংকটের মধ্যে রয়েছে। দেশে মানুষের স্বাধীনতা নেই। জনগণের অধিকার, ক্ষমতা কোনো কিছুই নেই। ছাত্রদের গাড়িচাপা দিয়ে হত্যা করবেন আর আমরা ঘরে বসে থাকব। এটি হবে না। সড়কে লাইসেন্সবহীন গাড়ি আর ড্রাইভার। পুলিশ কোথায়, পুলিশ তাদের ধরে না। এটি হতে পারে বলে না। আমি বলে দিচ্ছি, আমাদের ছাত্রদের খুন করলে আমরা আপনাদের কিন্তু ছেড়ে দেব না।’

মানববন্ধন থেকে সড়কে মানুষ হত্যা, নির্বাচনের নামে হত্যা-নৈরাজ্য বন্ধ করা এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি সমূহ বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের যে ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানো হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন জেএসডির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, আইনজীবী নেতা কেএম জাবিরসহ অন্যরা।

সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

সারাবাংলা/কেআইএফ/একে

আ স ম রব জেএসডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর