Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীর মৃত্যুতে মাঝ আকাশ থেকে দিল্লি ফিরল উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২১ ১৭:৪৬

যুক্তরাষ্ট্রগামী একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ভারতের রাজধানী থেকে রওয়ানা দেওয়া উড়োজাহাজটি মাঝ আকাশ থেকে আবারও দিল্লি বিমানবন্দরে ফিরেছে।

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা বার্তাসংস্থা এএনআই’কে জানান, দিল্লি-নেওয়ার্ক ফ্লাইটটি তিন ঘণ্টা আকাশে উড়ার পর আবার দিল্লিতে ফিরে এসেছে। বিমানে জরুরি চিকিৎসা পরিস্থিতি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই একদল চিকিৎসক বিমানে প্রবেশ করেন। চিকিৎসকরা অসুস্থ ওই ব্যক্তিকে বিমানে মৃত ঘোষণা করেন। মৃত ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার সঙ্গে স্ত্রীও ভ্রমণ করছিলেন। এনডিটিভির খবর।

দিল্লি বিমানবন্দরের এক কর্মকর্তা এএনআই’কে বলেন, ফ্লাইট নম্বরের এআই-১০৫-এ উড়ন্ত অবস্থায় এক যাত্রীর মৃত্যু হওয়ায় বিমানটি দিল্লিতে ফিরে আসে। বিমানটি যুক্তরাষ্ট্রের নিউজার্সির নেওয়ার্কের উদ্দেশে রওয়ানা দিয়েছিল। একই বিমান যাত্রীদের নিয়ে আবার রওয়ানা দেবে। তবে নতুন যাত্রায় নতুন ক্রুরা যোগ দেবেন।

সারাবাংলা/আইই

এয়ার ইন্ডিয়া

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর