Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণাঢ্য আয়োজনে ডুফার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারাবাংলা ডেস্ক
৪ ডিসেম্বর ২০২১ ১৫:৫৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ১৫:৫৭

ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞান অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ব্যারিস্টার শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতি তারিকুল আলম, সহসভাপতি সুজন মাহমুদ, যুগ্ম সম্পাদক আবু সালেহ, উর্মি ফারুকী, প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম এনায়েত হোসেন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. সৈয়দ নেয়ামুল ইসলামসহ সংগঠনের সদস্যবৃন্দ। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডুফার সদস্যরা গান ও আবৃত্তি পরিবেশন করেন।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার সংগঠনের কার্যালয়ে কেক কাটা হয়। এ ছাড়া চট্টগ্রাম, যশোর, খুলনা মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে ও যুক্তরাজ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালিত হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বন্ধু সংগঠন— ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডূফা।

সারাবাংলা/আইই

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স-ডুফা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর