Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণফোরামের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক সুব্রত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ২৩:১১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২১ ২৩:১৯

ঢাকা: মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ গণফোরামের অধিবেশন ছিল। উদ্বোধনী অধিবেশন পরবর্তীতে বিকেল ৩টায় কাউন্সিল অধিবেশন ফজলুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধিবেশনে উত্থাপিত সাংগঠনিক প্রস্তাব, রাজনৈতিক প্রস্তাব ও অর্থবিষয়ক প্রস্তাবের ওপর বিভিন্ন জেলা ও উপজেলা নেতারা আলোচনা করেন।

সাংগঠনিক অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়। বিষয় নির্বাচনী কমিটি সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু সভাপতি ও সিনিয়র অ সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। কাউন্সিলাররা করতালির সঙ্গে দুই হাত তুলে নতুন কমিটিকে সমর্থন ও স্বাগত জানায়।

নির্বাচনী অধিবেশনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মহসিন রশিদ। বিষয় নির্বাচনী কমিটির পক্ষে নতুন কমিটির সদস্যদের নাম পড়ে শুনান অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক।

নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম পদসহ উল্লেখ করা হলো:
১.বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু- সভাপতি
২. সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী- সাধারণ সম্পাদক

নির্বাহী পরিষদ
সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭ জন
১.বীর মুক্তিযুদ্ধা মোস্তফা মোহসীন মন্টু
২.অধ্যাপক ড. আবু সাইয়িদ
৩.সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী
৪.অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক
৫.অ্যাডভোকেট মহসিন রশিদ
৬.অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের
৭.আইয়ুব খান ফারুক

প্রেসিডিয়াম সদস্য
১. বীর মুক্তিযুদ্ধা মোস্তফা মোহসীন মন্টু
২. অধ্যাপক ড. আবু সাইয়িদ
৩. সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী
৪. অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক
৫. অ্যাডভোকেট মহসিন রশিদ
৬. অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের
৭. ইঞ্জিনিয়ার সিরাজুল হক
৮. অ্যাডভোকেট আনসার খান
৯. অ্যাডভোকেট ফজলুল হক সরকার
১০. রতন ব্যানার্জি
১১. অ্যডভোকেট এনামুল হক চাঁদ
১২. মেজর আসাদুজ্জামান (অব.) বীর প্রতীক
১৩. ডা. মিজানুর রহমান
১৪. আতাউর রহমান
১৫. আব্দুল হাসিব চৌধুরী
১৬. খান সিদ্দিকুর রহমান
১৭. আবুল হাসনাত
১৮. আনোয়ার হোসেন
১৯. অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা
২০. অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

সম্পাদকমণ্ডলী
১. আইয়ুব খান ফারুক- সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক
২. মো. হেলাল উদ্দিন- যুগ্ম-সাধারণ সম্পাদক
৩. লতিফুল বারী হামিম- যুগ্ম-সাধারণ সম্পাদক
৪. রওশন ইয়াজদানী (ঢাকা) সাংগঠনিক সম্পাদক
৫. তরিকুর রউফ (চট্টগ্রাম)
৬. বকসী ইকবাল (সিলেট)
৭. আলীনূর খান বাবুল (খুলনা)
৮. মামুনুর রশিদ মামুন (রাজশাহী)
৯. মীর্জা হাসান (রংপুর)
১০. রায়হান উদ্দিন (ময়মনসিংহ)
১১. জাহাঙ্গীর হোসেন (বরিশাল)
১২. দফতর সম্পাদক – মো. আব্দুল হান্নান মাস্টার
১৩. প্রচার ও প্রকাশনা – মাহবুবুল ইসলাম
১৪. তথ্য ও গণমাধ্যম – মুহাম্মদ উল্লাহ মধু
১৫. ত্রাণ ও সমাজ কল্যাণ – নাসির হোসেন
১৬. শিক্ষা – অধ্যাপক বরুণ ভট্টাচার্য
১৭. বিজ্ঞান ও প্রযুক্তি – সাইদুর রহমান
১৮. শিল্প ও বাণিজ্য – ইকবাল জামাল জুয়েল
১৯. সাহিত্য ও সংস্কৃতি – আব্দুল হামিদ মিয়া
২০. আইন ও মানবাধিকার – বিশ্বজিৎ গাঙ্গুলী
২১. যুব ও ক্রীড়া – তাজুল ইসলাম
২২. আন্তর্জাতিক – গোলাম হোসেন আবাব
২৩. শ্রম মোশারফ হোসেন তালুকদার
২৪. কৃষি – আবদুল আউয়াল
২৫. মহিলা – নিলুফার ইয়াসমিন শাপলা
২৬ . ছাত্র – মো. সানজিদ রহমান শুভ
২৭. জলবায়ু ও পরিবেশ – রণজিৎ শিকদার

এ ছাড়া নির্বাহী কমিটিতে ৮৮ জনকে সদস্য করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একে

গণফোরাম টপ নিউজ মহসীন মন্টু সুব্রত