টাঙ্গাইল-৭ আসনে খান আহমেদ শুভকে আওয়ামী লীগের মনোনয়ন
৩ ডিসেম্বর ২০২১ ২১:৩৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২১ ২১:৩৮
ঢাকা: টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইনডাস্ট্রিজ লি. এর সভাপতি খান আহমেদ শুভ।
শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথসভায় তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
আগামী ১৬ জানুয়ারি আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সাতজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন প্রয়াত সংসদ সদস্যের স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সদস্য ঝর্ণা হোসেন, তার ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক তাহরীম হোসেন, টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সদস্য ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, মেজর (অব.) খন্দকার আবদুল হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ।
সারাবাংলা/এনআর/একে