Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতেঙ্গা সৈকত বেসরকারি খাতে হস্তান্তর প্রতিরোধের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ১৯:৩৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২১ ২৩:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে এ সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে অবিলম্বে বাতিল না করলে গণআন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) পতেঙ্গা সমুদ্র সৈকতে এই প্রতিবাদ সমাবেশ করেছে।

সমাবেশে বাসদ নেতারা বলেন, ‘পতেঙ্গা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের করার কথা বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সৈকতের ৬ কিলোমিটার এবং সাগরপাড়ের ৩৫ একর দেশি-বিদেশি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সিডিএর প্রস্তাব অনুমোদন করেছে। সমুদ্র সৈকতের মালিক সিডিএ নয়। তারা কিভাবে রাষ্ট্রের সম্পদ ইজারা দিতে পারে? আসলে সৈকতের উন্নয়নের নামে সিডিএ কমিশন বাণিজ্যের একটি চূড়ান্ত বন্দোবস্ত করেছে।’

বক্তারা আরও বলেন, ‘উন্মুক্ত পতেঙ্গা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ নানাভাবে জীবিকা নির্বাহ করে। বেসরকারি অপারেটরকে ইজারা দিয়ে সৈকত অবরুদ্ধ করে ফেললে সেই মানুষগুলো জীবিকা হারাবে। উন্নয়নের নামে ইতোমধ্যে চট্টগ্রামে পাহাড়, খেলার মাঠ, পার্ক, নদী-জলাশয়সহ সকল উন্মুক্ত স্থান ধ্বংস করা হয়েছে। একমাত্র উন্মুক্ত স্থান সিআরবি বেসরকারি ইউনাইটেড হাসপাতালকে ইজারা দিয়ে ধ্বংসের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন পতেঙ্গা সমুদ্র সৈকতকে অবরুদ্ধ করার প্রক্রিয়া চলছে। সিডিএর এই সিদ্ধান্ত গণবিরোধী। এই সিদ্ধান্ত বাতিল না করলে নগরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা ইন্দ্রানী ভট্টাচার্য্য, জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার এবং বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক।

সারাবাংলা/আরডি/এএম

পতেঙ্গা সৈকত বাসদ (মার্কসবাদী)

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর