Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবানরা আমার ভাই: হামিদ কারজাই

আন্তর্জাতিক ডেস্ক
৩ ডিসেম্বর ২০২১ ১৯:৫৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২১ ০১:০৮

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট তালেবানদের ‘ভাই’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তালেবান শাসকদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামিদ কারজাই এসব মন্তব্য করেছেন।

বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, ‘আমি তালেবানদের ভাই হিসেবে দেখি এবং অন্য সব আফগানদেরও আমি ভাই মনে করি।’

কারজাই জানান, প্রেসিডেন্ট থাকাকালে তিনি তালেবানদের ভাই বলে ডাকতেন। তিনি বলেন, ‘এই দেশটা আমাদের, আমরা এ মাটির সন্তান, তাই এ মাটি ছেড়ে যাওয়া উচিত নয়। আমাদের এখানে থাকা উচিত এবং দেশটিকে আরও ভালোভাবে গড়া উচিত। আমি সেই সমস্ত আফগানদের বলব যারা দেশ ছেড়ে চলে গেছেন—দেশ গড়তে কাজ করুন।

বিবিসির সাংবাদিক ইয়ালদা হাকিম কারজাইকে প্রশ্ন করেন, মেয়েরা কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান ফিরতে পারবেন? এ প্রশ্নের জবাবে হামিদ কারজাই বলেন, ‘এ বিষয়ে তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে তার আলোচনা হয়েছে, তালেবানরা মেয়েদের স্কুলের ফিরে যাওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।’

সাবেক এই প্রেসিডেন্ট আফগান মেয়েদের উদ্দেশে বলেন, ‘বাইরে যাও এবং পড়ালেখা করো। সাহসী হও.. আমরা নিশ্চিত করব যে তোমরা পড়ালেখা করছ।’

উল্লেখ্য, ৬৩ বছর বয়েসী হামিদ কারজাই ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত তিনি দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতায় ফিরে উগ্রবাদী গোষ্ঠী তালেবান। ওই দিনই প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পরপর আফগানিস্তান থেকে হাজারো মানুষ পালিয়ে অন্য দেশে আশ্রয় নেন। সেদেশে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কড়া বিধিনিষেধ জারি করে তালেবান শাসকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সারাবাংলা/আইই

আফগানিস্তান টপ নিউজ তালেবান হামিদ কারজাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর