Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু অপরিবর্তিত, কমেছে শনাক্ত

সারাবাংলা ডেস্ক
৩ ডিসেম্বর ২০২১ ১৮:৪৩

ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন তিনজন। আগের দিন করোনায় একই সংখ্যক রোগী মারা গিয়েছিলেন। একই সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪৩ জনের শরীরে। যা আগের দিন ছিল ২৬১ জন।

এদিকে আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ শনাক্তের হার ছিল ১ দশমিক ২৪ শতাংশ। যা গত ২৪ ঘণ্টায় হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কোভিড ইউনিটের পরিচালক ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৪৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪০টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৭ হাজার ৪৭৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৩৮৭টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৯৯ হাজার ৯৯০টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩১ লাখ ৪৬ হাজার ৫৬টি।

২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত, বেড়েছে সংক্রমণ

আগের দিন দেশে ২৬১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৪৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জনের শরীরে।

বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ২৪ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।

মৃত ২ জন পুরুষ, একজন নারী

গত ২৪ ঘণ্টায় যে তিনজন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের তিনজনই সরকারি হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যৃ দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৯ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যে তিন জন মারা গেছেন তাদের মধ্যে দুইজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, এ ছাড়া ৬১ থেকে ৭০ বছর বয়সী একজন রয়েছেন।

মৃত্যু শুধু ঢাকা ও খুলনায়

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত তিন জন দুই বিভাগের। তাদের দুই জন ঢাকা বিভাগের, এক জন খুলনা বিভাগের। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও সিলেট, ময়মনসিংহ বিভাগে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর