Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ১৭:৪৬

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় তরুণ কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। সারা দেশের ৪৪ জন কৃষি উদ্যোক্তা এতে অংশ নিয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা শহরের মনমিলা গার্ডেনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুল সদস্য ড. হামিদুর রহমান।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মেহেদি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, সাংবাদিক ও গবেষক মিরাজ আহমেদ চৌধুরী এবং অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি বায়োস্কোপের পরিচালক তালহা জুবাইর মাসরুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন।

সারাবাংলা/এমও

কর্মশালা কৃষি উদ্যোক্তা তরুণ কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর