Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্রসহ উপকূল থেকে ৫ জলদস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ১৭:১২

বরিশাল: অস্ত্র ও গোলাবারুদসহ পটুয়াখালীর গলাচিপা থেকে জলদস্যু দলের মূল সমন্বয়কারীসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-৮।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় র‌্যাব-৮ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক জানান, গত ২০ নভেম্বর সকাল থেকে রাত ১০টার মধ্যে বঙ্গোপসাগরের ৩০-৩৫ কিলোমিটার অভ্যন্তরে পাথরঘাটা, বরগুনা ও পটুয়াখালীর বলেশ্বর এবং পায়রা নদীর মোহনায় ৭টি মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে।

এসময় মোবাইলসহ মূল মাঝি ও কয়েকজন সদস্যসহ ৭ জনকে অপহরণ করে জলদস্যুরা। তাদের জিম্মি করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দিতে চাপ দেয় তারা। খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ২৩ নভেম্বর জিম্মি থাকা মাঝিদের উদ্ধার করে এবং ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে এক জলদস্যুকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের কাছ থেকে একনলা একটি বন্দুক, দুটি ওয়ান শ্যুটার গানসহ তিনটি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি, চারটি দেশীয় ধারলো অস্ত্র, দু’টি লোহার রড, বেশ কয়েকটি মোবাইল ফোন, নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমও

অস্ত্র ও গোলাবারুদ উপকূল জলদস্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর