Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২১ ১৫:১৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২১ ১৭:২০

চাঁদপুর: চাঁদপুরে বাসচাপায় একটি মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে হাজিগঞ্জ উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)। তারা কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশর এলাকার বাসিন্দা।

নিহতদের সঙ্গে আসা আরেক মোটরসাইকেলে আরোহীরা জানান, তারা কুমিল্লা থেকে চাঁদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছলে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বোগদাদ বাস প্রথমে মোটরসাইকেলটিকে একপাশ থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন যাত্রী রাস্তায় পড়ে যায়। এ সময় বাসটি তাদের ওপর দিয়েই চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

হাজিগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ বাজার থেকেই বাস এবং চালককে আটক করা হয়েছে।

সারাবাংলা/এএম

কুমিল্লা চাঁদপুর টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর