Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণফোরামের কাউন্সিলে বিএনপিকে আমন্ত্রণ, যাচ্ছেন নোমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ২৩:৪৯

ঢাকা: সাবেক এমপি মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের জাতীয় কাউন্সিল শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে যথারীতি রাজপথের প্রধান বিরোধীদল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’কে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির প্রতিনিধি হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান সাবেকমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান গণফোরামের (মোস্তফা মহসিন মন্টু) জাতীয় কাউন্সিলে যোগ দেবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, জাতীয় কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দিয়েছেন মোস্তফা মহসিন মন্টু। তাদের দাওয়াতপত্র যথা সময়ে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

সূত্র মতে, জাতীয় কাউন্সিলে ড. কামাল হোসেন উপস্থিত না থাকলেও তাকে আজীবন গণফোরামের সভাপতি পদে রাখা হবে। এছাড়া সম্মেলনে মোস্তফা হোসেন মন্টুকে সভাপতি এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। তবে সাধারণ সম্পাদক পদে সুব্রত চৌধুরী ছাড়াও অ্যাডভোকেট আফ্রিদি ও মোহাসীন রশিদের নাম শোনা যাচ্ছে। কাউন্সিলদের মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৩৪টি জেলায় সম্মেলন করে কমিটি সম্পন্ন করা হয়েছে। মার্শাল কাদেরকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও মো. সুমন আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান বুলু ও তাজুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। আর জুয়েল জামালকে ঢাকা জেলা আহ্বায়ক করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র মতে, এই সম্মেলন থেকে একটি রাজনৈতিক মোর্চা গঠন করার আহ্বান জানানো হবে। এছাড়া খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়ন, আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি তোলা হবে। এসব দাবিতে যুগপৎ আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের এক দফা দাবি প্রস্তাব রাখা হবে।

সারাবাংলা/এজেড/পিটিএম

গণফোরাম নোমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর