‘ওমিক্রন নিয়ে চিন্তিত ও সতর্ক, তবে প্যানিক হব না’
২ ডিসেম্বর ২০২১ ২৩:৩৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ২৩:৩৮
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ওমিক্রন নামে বিশ্বজুড়ে এক নতুন ভ্যারিয়েন্ট বেরিয়েছে, যেটা নিয়ে সবাই একটু চিন্তিত। আমরাও এ বিষয়ে সতর্ক। কিন্তু আমরা প্যানিক হব না।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘আফ্রিকা বলেছে, ওমিক্রন শতগুণ সংক্রমণের ক্ষমতা রাখে। আমরা জানতে পেরেছি এটা দ্রুত সংক্রমিত হয়। কিন্তু এখনো কোনো মৃত্যু ঘটেনি। সংক্রমণ হলেও এর লক্ষণ মৃদু।’
তিনি বলেন, ‘আমরা সবকিছু ভালো করার চেষ্টা করছি। চিকিৎসা ব্যবস্থা ভালো হয়েছে। করোনায় মৃত্যুর হার ১ থেকে ২ আছে। চিকিৎসার মন ভালো বলেই মৃত্যুর হার এত কম। ভ্যাক্সিনেশন অবগতি লাভ করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রায় ৫০ শতাংশ মানুষ ভ্যাক্সিনেশনের আওতায় এসেছে। এ কারণে করোনায় সংক্রামক ও মৃত্যুর হার কমে গেছে। ফলে আমাদের দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ভালো আছে। বিদেশে বাংলাদেশের ভালো একটি ইমেজ তৈরি হয়েছে।’
‘বাংলাদেশিদের বিদেশে কোথাও যাওয়ার জন্য কোনো রেস্ট্রিকশন নেই। সব দিক থেকেই আমরা ভালো আছি’— যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য স্থাপন করা ল্যাবও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য ৩৬ হাজার স্কয়ার ফুটের একটি ল্যাব তৈরি করা হয়েছে। এখানে অনেক সুবিধা রয়েছে। হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে পরীক্ষা করতে পারবে। পৃথিবীর খুব কম জায়গায় এত বড় ল্যাব আছে।’
তিনি বলেন, ‘আমি কিছুদিন আগে ডব্লিউএইচও থেকে ঘুরে এসেছি। সেখানের এয়ারপোর্টে টেস্টিং ফ্যাসিলিটি তা এখানের দশ ভাগের এক ভাগ হবে। এখানে করোনা পরীক্ষা, রেজিস্ট্রেশন, খাবার ও নামাজের ব্যবস্থা রয়েছে। পুরো ল্যাবটি শীতাতপ নিয়ন্ত্রিত।’
সারাবাংলা/এসবি/পিটিএম