Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকা ফেরত সবাইকেই খুঁজে বের করব: স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ২৩:১৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ২৩:৩৭

ফাইল ছবি: জাহিদ মালেক

ঢাকা: দেশে দক্ষিণ আফ্রিকা থেকে এরইমধ্যে ২৪০ জন প্রবাসী এসেছেন যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এক মাস আগে দেশে আসা এই প্রবাসীদের মোবাইল বন্ধ থাকলেও তাদের সবাইকেই খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রীদের টেস্টিং ফ্যাসিলিটিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘এক মাস আগে আফ্রিকা থেকে আসা ২৪০ জন প্রবাসীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইলও বন্ধ। তবে কাউকে ছাড়া হচ্ছে না, খুঁজে বের করা হবে। তাদের সবাইকে খুঁজে বের করার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে। তারা সে বিষয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘অনেকে দায়িত্বজ্ঞানহীন। তারা নিজের কথা ভাবে না, দেশের কথা ভাবে না। তারা হোটেল থেকে বের হয়ে গেছে। ঘোরাফেরা করেছে। বাড়িতে চলে গেছে বলে জেনেছি। আমরা একটা কঠোর অবস্থানে যাব।’

বর্তমানে কম মানুষ ভ্যাকসিন নিতে আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন মানুষজন ভ্যাকসিন দিতে কম আসছে। আমাদের এখনো চার কোটি ভ্যাক্সিন মজুদ আছে। করোনা থেকে মুক্তি পেতে হলে সব সময় মাস্ক পরতে হবে। আর সবাইকে ভ্যাকসিন দিতে হবে।’

এ দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের করোনা পরীক্ষার জন্য স্থাপন করা ল্যাব পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে বিমানবন্দরের টার্মিনাল-২ এ ২ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিদেশগামীদের নমুনা পরীক্ষা করা হয়। এর পরিবর্তে বিমানবন্দরের গাড়ি পার্কিংয়ের ভবনের দোতলায় ৩৬ হাজার বর্গফুট জায়গায় হচ্ছে নমুনা ল্যাব।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই ল্যাব তৈরি হয়ে গেলে বিদেশগামীদের করোনাভাইরাস নমুনা পরীক্ষায় ভোগান্তি কমবে। এ ছাড়া বিশ্রামাগার, টয়লেট, খাওয়া-দাওয়ার সুবিধা রাখা হচ্ছে। কাজ শেষ হয়ে গেলে অল্প কিছুদিনের মধ্যেই নতুন ল্যাবটি চালু হয়ে যাবে।’

সারাবাংলা/এসবি/একে

ওমিক্রন করোনাভাইরাস জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর