Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু শুক্রবার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ২১:৩২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ২১:৪৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর (শুক্রবার) ও ৪ ডিসেম্বর (শনিবার) দুই দিনব্যাপী ডিএনসি-সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব শুরু হচ্ছে। ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এই আয়োজন করতে যাচ্ছে।

এ ছাড়াও ‘মাদক নিয়ন্ত্রণ অধিদফতর’ এর সহযোগিতায় ৩ ডিসেম্বর প্রতিযোগিতাটির প্রথম পর্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এবং আয়োজনের দ্বিতীয় পর্ব ৪ ডিসেম্বর ফাইনালের চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশে ২৫টি বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি আবদুল্লাহ আল আসহাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক সংঘ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ইত্যাদি। বিচারক হিসেবে থাকছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সুপরিচিত বিতার্কিকরা।

সংবাদ নম্মেলনে বলা হয়, যুক্তিবাদী চেতনা ও মুক্তবুদ্ধির চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিইউডিএস বিভিন্ন সময় আয়োজন করে এসেছে বিতর্ক কর্মশালা, নভিস বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি। এরই ধারাবাহিকতায় সিইউডিএস এর এই আয়োজন, ডিএনসি-সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০২১

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, গেস্ট অব অনার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ টেলিভিশন-চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর- চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী। সভাপতিত্ব করবেন আইন অনুষদের ডিন ও সিইউডিএস মডারেটর অধ্যাপক এবিএম আবু নোমান।মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকবে সমকাল, ‘দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, চিটাগাং ইউনিভার্সিটি জার্নালিস্ট সোসাইটি, এবং চ্যানেল 24।

অন্তরের সীমানা বিস্তারে মুক্তিযুদ্ধ সব্যসাচী চেতনায় অনির্বাণ, এ স্লোগানকে সামনে রেখে ১৯৯৬ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। প্রতিষ্ঠার পর অনেক চড়াই-উতরাই পার হয়ে আজ (বৃহস্পতিবার) সংগঠনটি তার ২৫ বছরে উৎযাপন করতে চলেছে।

সারাবাংলা/সিসি/একে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর