Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ি তুমি কার!

উজ্জল জিসান, সিনিয়র করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ২২:১৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২১ ০৯:১৭

ঢাকা: সম্প্রতি রাজধানীতে একের পর এক গাড়ির ধাক্কায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হতাহত হচ্ছেন। ঘাতক গাড়িগুলোর মধ্যে আছে গণপরিবহন ও সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক। আর এসব ঘটনায় কোনো কোনো গাড়ির চালক ও সহকারী গ্রেফতারও হয়েছেন। তবে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরে যে ময়লার গাড়ির ধাক্কায় বয়স্ক এক নারী আহত হয়েছেন সেই গাড়িটির দায় কেউ নিচ্ছে না।

মোহাম্মদপুর এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের হলেও নারীকে ধাক্কা দেওয়া গাড়িটিতে লেখা ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ থেকে ধারণা ময়লাবাহী ওই গাড়িটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের। আবার আটক গাড়ির চালক রাসেলও পুলিশকে জানিয়েছে, গাড়িটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।

বিজ্ঞাপন

কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের সারাবাংলাকে বলেন, ‘মোহাম্মদপুরের ময়লাবাহী গাড়িটি ডিএসসিসির নয়। গাড়িটিতে যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরের কোনো গাড়ি আদৌ ডিএসসিসির ছিল না।’ তিনি বলেন, ‘কেউ হয়তো দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার ওই গাড়িতে লাগিয়ে ব্যবহার করে আসছিল। তবে তাদের কোনো আইডি কার্ড নেই। ওই লোকদের আমরা চিনি না।’

ডিএসসিসি জানায়, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রমে কিংবা করপোরেশনের অন্যান্য কোনো কার্যক্রমে ‘যশোর ট-১২৩৬’ ক্রমিকের কোনো গাড়ি ব্যবহৃত হয় না। এমনকি করপোরেশনের গাড়ির যে তথ্যভাণ্ডার রয়েছে তাতেও এ ধরনের কোনো গাড়ির তথ্য-উপাত্ত নেই।

আবু নাছের বলেন, ‘দুর্ঘটনাস্থল হিসেবে গণমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট স্থানও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় নয়। সুতরাং এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান যে, কথিত ময়লার গাড়িটি দক্ষিণ সিটি করপোরেশনের নয়। কোনো ব্যক্তি বা মহল অসাধু উদ্দেশ্য সাধনে ডিএসসিসির নাম কাগজে লিখে সেটি ট্রাকে লাগিয়েছে। কেউ কাগজ কিংবা স্টিকারে ছাপিয়ে তা মালিকানা বহির্ভূত অন্য কোনো গাড়িতে সেটে দিলেই সেই গাড়িটি সংশ্লিষ্ট সংস্থার হয়ে যায় না। আর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই না করে, অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে কারও মৌখিক প্রাথমিক স্বীকারোক্তি সত্য হবে– এ ধরনের নিশ্চয়তা বিধান করে না। কারণ অপরাধী ব্যক্তি মাত্রই নানাধরনের ছলচাতুরীর আশ্রয় নিয়ে থাকে।’

বিজ্ঞাপন

এমতাবস্থায় শতভাগ নিশ্চিত না হয়ে দায়িত্বশীল পর্যায় হতে এ বিষয়ে কোনো ধরনের ভুল তথ্য গণমাধ্যমে সরবরাহ না করার অনুরোধ জানান জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

এর আগে, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরে বাস থেকে নামার সময় পেছন থেকে একটি ময়লার গাড়ি এসে ওই বাসকে ধাক্কা দিলে আরজু বেগম নামে এক নারী পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার নারীর নাম আরজু বেগম। তিনি একটি পোশাক কারখানার হেড অফিসে কাজ করেন।’

আরজু বেগমের একজন সহকর্মী বদরুল সারাবাংলাকে বলেন, ‘মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় সিটি লিংক বাস থেকে নামছিলেন আরজু বেগম। এ সময় পেছন থেকে দক্ষিণ সিটির ময়লার গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, দক্ষিণ সিটির ওই ময়লার গাড়ির চালক রতন। তবে দুর্ঘটনার সময় ময়লার গাড়িটি চালাচ্ছিলেন সহকারী হারুন। দুর্ঘটনার পরপরই তিনি সটকে পড়েন। পরে চালক রতন দুর্ঘটনাস্থলে হাজির হলে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় গাড়ির সহকারী হারুনকে খুঁজছে পুলিশ।

রতনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গাড়িটি রাতে বেড়িবাঁধে ময়লা ফেলার পর ওই এলাকাতেই পার্কিং করা ছিল। সকালে সহকারী হারুন গাড়িটি নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে সকালের দিকে এসআই শহিদুল ইসলাম বলেন, ‘দক্ষিণ সিটির একটি ময়লার গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। চালককে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চালক মিথ্যা বলেছেন কি না তা যাচাই করে দেখছি। তদন্তও চলছে। তদন্ত শেষে বলা যাবে আসলে ঘটনাটি কি ছিল।’

এর আগে, গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। পরদিনই (বৃহস্পতিবার, ২৫ নভেম্বর) পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আরেক ব্যক্তি। দুই দুর্ঘটনাতেই চালকদের গ্রেফতার করা হয়েছে। দুই সিটি করপোরেশনই গঠন করেছে তদন্ত কমিটি।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবুল বশির মোহাম্মদ তাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মোহাম্মদপুরে ময়লাবাহী যে গাড়িটি আরেকটি বাসকে ধাক্কা দিয়ে এক নারীকে আহত করেছে সেই গাড়িটি ডিএনসিসিরও নয়।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

গাড়ি টপ নিউজ ডিএনসিসি ডিএসসিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর