Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ওমিক্রনে আক্রান্ত ২

আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর ২০২১ ১৮:১৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৮:১৬

এবার ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটির কর্নাটক রাজ্যে দুই ব্যক্তির শরীরে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ভারতের কেন্দ্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, কর্নাটকে বিদেশ ফেরত দু’জন পুরুষের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থাপন করা ল্যাবরেটরিতে জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এই দু’জনকে শনাক্ত করা হয়েছে। এই প্রথম ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত হলো।

বিজ্ঞাপন

মানসুখ আরও বলেন, যে দু’জনের শরীরে ওমিক্রনের সংক্রমণ পাওয়া গেছে, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। তাদের সবার নমুনা পরীক্ষাও করা হয়েছে।

আরও পড়ুন- ‘কোয়ারেনটাইনে পাঠানোর সময় রেখে দেওয়া হবে পাসপোর্ট’

ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হলেও নাগরিকদের আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর বদলে মন্ত্রণালয় থেকে যথাযথ ও কঠোরভাবে কোভিড-১৯ বিষয়ক স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে।

মূলত দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর আফ্রিকার দেশগুলোতে করোনাভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। সবশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বের ২৯টি দেশে ৩৭৩ জনের শরীরে মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের দেখা।

আরও পড়ুন- ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে না ফেরার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে। বিজ্ঞানীরা বলছেন, এই ভ্যারিয়েন্টটি সবশেষ গোটা বিশ্বে তাণ্ডব চালানো ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে। তবে এই ভ্যারিয়েন্ট থেকে প্রাণহানির ঝুঁকি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে তুলনামূলকভাবে কম।

বিজ্ঞাপন

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে এরই মধ্যে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশও। বিদেশ থেকে আসতে হলে ফ্লাইটে ওঠার আগের ৪৮ ঘণ্টার মধ্যে করোনা নমুনা পরীক্ষা ও ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে এলে বাধ্যতামূলক কোয়ারেনটাইনের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আফ্রিকা অঞ্চলসহ ওমিক্রন শনাক্ত হয়েছে— এমন দেশগুলো থেকে আপাতত কাউকে দেশে আসতে নিরুৎসাহিতও করছে স্বাস্থ্য অধিদফতর।

আরও পড়ুন-

‘সড়কে শিক্ষার্থী আন্দোলনে স্বাস্থ্যবিধি উপেক্ষিত’

ওমিক্রন ঠেকাতে ‘নো ভ্যাকসিন নো সার্ভিসে’র পরামর্শ

ওমিক্রনের বিরুদ্ধে যৌক্তিক পদক্ষেপের আহ্বান ডব্লিএইচও’র

আফ্রিকা থেকে এসে নিখোঁজ ২৪০ জনকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

৪৮ ঘণ্টা আগে নমুনা পরীক্ষা, আফ্রিকা থেকে এলে ১৪ দিন কোয়ারেনটাইন

সারাবাংলা/টিআর

ওমিক্রন ওমিক্রন ভ্যারিয়েন্ট ভারতে ওমিক্রন শনাক্ত

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর