সিলিন্ডার প্রতি এলপিজির দাম কমলো ৮৫ টাকা
স্পেশাল করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ১৭:৩৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ২১:০৩
২ ডিসেম্বর ২০২১ ১৭:৩৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ২১:০৩
ঢাকা: এলপি গ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজি ওজনের এলপি গ্যাসের দাম ১ হাজার ৩১৩ টাকা থেকে কমিয়ে মূল্য সংযোজন করসহ ১ হাজার ২২৮ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নতুন এই দাম নির্ধারণ করে দিয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হচ্ছে।
এর আগে, গত ৪ নভেম্বর এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়। আর তারও আগে গত অক্টোবরে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৪০ টাকা।
সারাবাংলা/জেআর/পিটিএম