‘পার্বত্য চট্টগ্রামে সুন্দর পরিবেশ সৃষ্টিতে সরকার সবসময় তৎপর’
২ ডিসেম্বর ২০২১ ১৬:৩৮
ঢাকা: পার্বত্য চট্টগ্রামকে কারাগারে পরিণত করা হয়েছে, সন্তু লারমার এমন মন্তব্যের বিষয়ে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘উনি ওনার দৃষ্টিকোণ থেকে বলতেই পারেন। সারাবিশ্বে এমন কোন জায়গা আছে যেখানে সমস্যা থাকে না? সেখানে কোন কারণে যদি কোন ঘটনা ঘটেই যায় সরকার তাৎক্ষণিক সেটি চিহ্নিত করে অপরাধীদের আইনের আওতায় এনে এলাকার সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য সরকার সবসময় তৎপর থাকে। কোনো ঘটনা ঘটলে শান্তি ফিরিয়ে আনতে সরকার তৎপর।’
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তির আগে এবং আজকের পার্বত্য অঞ্চলের পরিবেশ পরিস্থিতি আকাশপাতাল তফাৎ। আজকে সেখানে অনেক উন্নয়ন হয়েছে। যতদ্রুত আমরা সেখানে শান্তি ফিরিয়ে আনতে পারি ততো আমাদের জন্য কল্যাণকর। সবাইকে আহ্বান করব যারা শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সংঘর্ষ, সংঘাত বাদ দিয়ে ভ্রতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে সুন্দর পরিবেশ তৈরীর যে আস্থা তৈরী করেছিলাম সেটি আরো দৃঢ়ভাবে টিকিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই।
শান্তিচুক্তির ২৪ বছর: পাহাড়ে এখনো হতাশা-ক্ষোভ
বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্য অঞ্চল দেশের জন্য বোঝা হবে না। পার্বত্য অঞ্চল হবে দেশের জন্য সবচেয়ে বড় সম্পদশালী। সব ভেদাভেদ ভুলে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী যে সমৃদ্ধশালী দেশের স্বপ্ন দেখেন সেটি বাস্তবায়নের জন্য পার্বত্য অঞ্চলের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করবে।’
পার্বত্য চট্টগ্রামে শিক্ষার হার আগের তুলনায় বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে সেখানে শিক্ষার হার প্রায় ৫০ শতাংশ। আগে শিক্ষার হার অনেক কম ছিলো। এখন ৫০ শতাংশের কাছাকাছি। আমরা শিক্ষাখাতে এগিয়ে যাচ্ছি।’ শিক্ষার হার বাড়াতে পার্বত্য চট্টগ্রামে প্রধানমন্ত্রী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
সারাবাংলা/জেআর/এমও
টপ নিউজ পার্বত্য চট্টগ্রাম বীর বাহাদুর উশৈসিং সন্তু লারমা সুন্দর পরিবেশ