মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ
২ ডিসেম্বর ২০২১ ১৪:৪৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৭:৩৫
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভারতের জাতীয় সংগীত অবমাননার দায়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মুম্বাইয়ের এক বিজেপি নেতা। এই অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে আক্রমণে নেমেছেন রাজ্য বিজেপির নেতারাও। তবে তৃণমূলের দাবি এ অভিযোগ ভিত্তিহীন।
এদিকে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিবিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করছেন মমতা। সম্প্রতি মুম্বাই সফরে এমনই এক বৈঠককে ঘিরে এই বিতর্ক তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বৈঠকে হঠাৎ করেই বসে জাতীয় সংগীত গাইতে শুরু করেন তিনি। পরে দাঁড়ালেও কয়েক লাইন গেয়ে আবার মাঝপথে জয় মহারাষ্ট্র বলে স্লোগান দেন। এভাবে গেয়ে মমতা জাতীয় সংগীত অবমাননা করেছেন বলেই অভিযোগ বিজেপির।
এএনআই’র প্রতিবেদনে বলা হয়, মুম্বাই বিজেপির এক নেতা মমতার বিরুদ্ধে ‘জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখানোর’ অভিযোগ দায়ের করেছেন। বিজেপি নেতার অভিযোগ, ‘বসা অবস্থায় জাতীয় সংগীত গেয়েছেন মমতা’ এবং তারপরে ‘৪ বা ৫টি স্তবকের পরে হঠাৎ জাতীয় সংগীত থামিয়ে দেন তিনি’।
সারাবাংলা/একেএম