ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’তে বাশিমা
আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর ২০২১ ১৪:২৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৭:৩৬
২ ডিসেম্বর ২০২১ ১৪:২৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৭:৩৬
৩০ বছরের কম বয়সী ৩০ জনকে নিয়ে প্রতিবছর ২০ ক্যাটেগরিতে ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকা প্রকাশ করে থাকে মার্কিন সাময়িকী ফোর্বস। এবার ওই তালিকায় বিজ্ঞান ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাশিমা ইসলাম।
বুধবার (১ ডিসেম্বর) ওই তালিকা প্রকাশ করেছে ফোর্বস।
এদিকে, বাশিমা ইসলাম যুক্তরাষ্ট্রের বোস্টনের ওয়েস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিতে যাচ্ছেন। তিনি ব্যাটারি ছাড়া ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস তৈরিতে কাজ করছেন। বাশিমা ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। দেশে বাশিমা পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে।
এর আগে, তিনি পড়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে।
সারাবাংলা/একেএম