দক্ষিণ আফ্রিকা ফেরত প্রবাসীর বাসায় টাঙানো হলো লাল পতাকা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২১ ১০:৪৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৩:৫৬
২ ডিসেম্বর ২০২১ ১০:৪৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২১ ১৩:৫৬
সুনামগঞ্জ: জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ওই প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা থেকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামে আসা এক প্রবাসীর বাড়িতে লাল পতাকা টানানো হয়েছে এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদ হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএসএ