এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ২০ ভাগ করদাতা
১ ডিসেম্বর ২০২১ ২১:০৫
ঢাকা: ৩০ নভেম্বর পর্যন্ত ২১ শতাংশ টিআইএনধারী বা ২০ ভাগ করদাতা রিটার্ন দাখিল করেছেন। সেই হিসাবে এখনো ৭৯ শতাংশ টিআইএনধারী রিটার্ন জমা দেননি। যদি সংখ্যার হিসাব করা হয় সেটা গিয়ে দাঁড়ায় ৫৫ লাখের বেশি। বুধবার (১ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।
এনবিআর বলছে, গতকাল পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৫৩১ জন করদাতা। আর এই রিটার্ন দাখিলে আয়কর জমা হয়েছে ১ হাজার ২৫০ কোটি ২৬ লাখ টাকা। ই-টিআইএন নেওয়া এমন রেজিস্ট্রেশনকারীর সংখ্যা ৭০ লাখ। ৩০ নভেম্বর পর্যন্ত ৫৫ লাখ ৫০ হাজার ৪৬৯ করদাতা রিটার্ন দাখিল করেননি।
আরও পড়ুন: আয়কর দেওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত
এনবিআর আরও বলছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। ৩০ নভেম্বরের পর যদি সময় বাড়ানো না হতো তাহলে বিপুল পরিমাণ করদাতাকে জরিমানা দিয়ে রিটার্ন দাখিল করতো হতো। এখন যেহেতু জরিমানা দিতে হচ্ছে না সেহেতু পুরো ডিসেম্বর জুড়ে রিটার্ন দাখিলকারীর সংখ্যা বাড়বে।
সারাবাংলা/এসজে/পিটিএম