ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ২০:৩৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০২১ ২১:০০
১ ডিসেম্বর ২০২১ ২০:৩৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০২১ ২১:০০
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঘুগরাগাছী গ্রামে ব্যাটারিচালিত একটি রিকশা ভ্যানের ধাক্কায় দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ ডিসেম্বর) দুপুরের ঘুগরাগাছী গ্রামে শিশুটির বাড়ির পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত জুনায়েদ ওই গ্রামের নাসির উদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ঘটনার সময় শিশুটি তাদের বাড়ির পাশে রাস্তায় খেলছিল। এ সময় ব্যাটারিচালিত একটি রিকশা ভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই জুনায়েদ মারা যায়।
ওসি বলেন, শিশুর প্রাণহানির ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই জুনায়েদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে।
সারাবাংলা/টিআর