Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুমকি ও যৌন হয়রানি: পরীমনির নারাজি বিষয়ে আদেশ ১৩ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ১৯:৩০ | আপডেট: ১ ডিসেম্বর ২০২১ ২০:৩৩

ফাইল ছবি

ঢাকা: মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন দাখিল করেছেন আলোচিত নায়িকা পরীমনি। তার এ নারাজি আবেদন বিষয়ে আদালত আগামী ১৩ ডিসেম্বর আদেশ দেবেন।

বুধবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালতে হাজির হয়ে পরীমনি এ আবেদন করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মনি আচার্য সন্ধ্যায় এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মামলাটির অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য আজকের (বুধবার) দিন নির্ধারণ করা ছিল। এদিন সকাল ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিও আদালতে উপস্থিত হন।

আরও পড়ুন- মামলার তদন্ত ঠিকমত হয়নি: আদালতকে পরীমনি

গত ৬ সেপ্টেম্বর মামলায় নাসির, অমি ও শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

জানা যায়, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়।

সারাবাংলা/এআই/টিআর

নারাজি আবেদন পরীমনি মারধর ও যৌন হয়রানি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর