Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারেককে দিয়ে খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ২০:৩১

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে এখানে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে। একথা বাংলাদেশের বাতাসে ভেসে বেড়াচ্ছে।

বুধবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও দলীয় কর্মসূচি নির্ধারণ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব পড়বে কি না?- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া মারা যাওয়ার আগেই কেন তার মৃত্যু কামনা করছেন! আমরা তো তার মৃত্যু কামনা করছি না। আমরা চাই, তিনি আরোগ্য লাভ করুক। তবে তার মৃত্যুর ব্যাপারে যেভাবে আগে থেকেই বলা হচ্ছে, এটা তো মনে হয় তারাও চাইছেন যে খালেদা জিয়ার মৃত্যুটা হোক। আমরা শুনতে পাচ্ছি, বাংলাদেশের বাতাসে এমন গুজব ভেসে বেড়াচ্ছে যে, খালেদা জিয়া মরলে কি পরিস্থিতি তৈরি করবে বিএনপি? কীভাবে একটা গণঅভ্যুত্থান তৈরি করবে? সেই পরিকল্পনার নীলনকশা তারা তৈরি করছে।’

তিনি বলেন, ‘আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করা এবং সামনে বিদেশি মেহমানরা আসবে এই সময়ে একটা অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস আমরা লক্ষ্য করছি। এই বিষয়গুলো অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা রাজপথে থাকব, আমরা মোকাবিলা করব। আমরা যেকোনো শান্তিপূর্ণ সমাবেশ আন্দোলনকে স্বাগত জানাই। কিন্তু আন্দোলনের নামে যদি সহিংসতার উপাদান যুক্ত হওয়াটা আমাদের কাম্য নয়।’

বিজ্ঞাপন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন নিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করছি, একটা ঐতিহাসিক আয়োজন করতে পারব। এটা শুধু রাজধানীতে নয়, সারাদেশেই পালন করতে হবে। এই উৎসবমুখর, বর্ণাঢ্য, কালারফুল স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের ব্যাপারে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আগামী ৬ তারিখ আমরা আরেকটি সভা করব।’

মতবিনিময় সভায় দলের নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

খুশদিল ঝড়ে রংপুরের বড় স্কোর
১৩ জানুয়ারি ২০২৫ ২০:৩১

আরো

সম্পর্কিত খবর