Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি জমি দখল করতে নথি জালিয়াতি, মামলার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ১৭:১২

ফাইল ছবি

ঢাকা: প্রায় সাত হাজার একর সরকারি জমি দখলের জন্য জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করার অভিযোগে একাধিক রিটকারী কক্সবাজারের শহীদুল ইসলাম লিটনের বিরুদ্ধে মামলা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে নির্দেশ দিয়েছেন আদালত।

লিটনের বিরুদ্ধে অভিযোগ, সাত হাজার একর সরকারি জমি দখলের অভিপ্রায়ে নথি জাল, মন্ত্রণালয়ের সিল ও তথ্য গোপন করে একাধিক রিট করেছেন হাইকোর্টে। এসব বিবেচনায় আদালত তার রিট আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১ ডিসেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, রিটকারী শহীদুল ইসলাম লিটনের বিরুদ্ধে কক্সবাজারে সাত হাজার একর জমি দখলের জন্য জাল কাগজ, মন্ত্রণালয়ের সিল জালিয়াতি, তথ্য গোপন করে একাধিক রিট দায়েরের বিষয়টি আদালতের নজরে আসায় আদালত এ আদেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর