Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে নদীর পাশ থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ১৩:৫৪

দিনাজপুর: নবাবগঞ্জে নদীর পাড় থেকে আলী হোসেন সৌরভ (২২) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর পায়ের রগকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলী হোসেন সৌরভ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনর্চাজ নওয়াবুর রহমান জানান, সকালে উপজেলার চামুন্ডাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধারে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। মৃতব্যক্তির পায়ের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেলাল নামের একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসএ

এইচএসসি পরীক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর