Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারকাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ১১:২৬

ঢাকা: প্রায় ২০ মাস পর শারীরিক উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচার কাজ শুরু হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু হয়।

এরপর সকাল সাড়ে ১০টার পর বিচার কাজ শুরু করেন হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

এর আগে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনায় গত ২৯ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১ ডিসেম্বর থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ পরিচালিত হবে। প্রধান বিচারপতি এ নির্দেশনা জারি করেন।

২০২০ সালের মার্চ মাসে দেশে করোনাভাইরাস শনাক্ত হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং হাইকোর্ট বিভাগের কিছু বেঞ্চে ভার্চুয়ালি বিচার কাজ পরিচালিত হতে থাকে।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

টপ নিউজ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর