Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবির বিভাগীয় চেয়ারম্যান ড. সুবোধকে স্বপদে রাখার নির্দেশ

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২১ ০৯:৫৪

ফাইল ছবি

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি (বিএমবি) বিভাগে সহকারী অধ্যাপক তনিমা সরকারকে চেয়ারম্যান পদে প্রদত্ত নিয়োগ আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ড. সুবোধ কুমার সরকারকে চেয়ারম্যান পদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান গত সোমবার (২৯ নভেম্বর) শুনানি শেষে এই রায় দেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ধারা ২৫ (৩) এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দুই বিচারপতি এই রায় দেন।

বিজ্ঞাপন

জানা যায়,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ধারা ২৫ (৩) আইন অমান্য করে গত ১ নভেম্বর অফিস আদেশের মাধ্যমে বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে তনিমা সরকারকে নিযুক্ত করা হয়।

এর প্রেক্ষিতে অধ্যাপক ড. সুবোধ কুমারের পক্ষে গত ১৮ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আইনি নোটিশ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার-উল-আলমসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচজনকে এই আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ প্রাপ্তরা বাকি চারজন হলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান তনিমা সরকার।

এ বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ বলেন, আমি আদালত কর্তৃক রায়ের কপি পেয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের নির্দেশ মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

ড. সুবোধ কুমার সরকার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর