কাটাখালীর মেয়র আব্বাস ঢাকায় গ্রেফতার
১ ডিসেম্বর ২০২১ ০৯:৪৩ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৫:৩৫
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করা রাজশাহীর কাটাখালীর পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গণমাধ্যমে পাঠানো এক মেসেজে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১ ডিসেম্বর) ভোরে রাজধানীর কাকরাইলে অবস্থিত আবাসিক হোটেল রাজমনি ঈশা খাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২২ নভেম্বর দু’টি অডিও ক্লিপ ছড়িয়ে পড়লে আলোচনায় উঠে আসেন আব্বাস আলী। ওই অডিও ক্লিপে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায় তাকে। এরই মধ্যে তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের তিন কাউন্সিলর ডিজিটাল নিরাপত্তা আইনে নগরের তিন থানায় পৃথক তিনটি মামলা করেন।
পরে ২৬ নভেম্বর ফেসবুক লাইভে এসে তিনি তার আগের কথার বিপরীতে অবস্থান নেন। নিজের ভুল হয়েছে স্বীকার করে তিনি সবার কাছে সহানুভূতি চান। বক্তব্যের শুরুতেই ১ মিনিট ৫১ সেকেন্ডের অডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ জানান মেয়র। তিনি বলেন, বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস তার নেই। তিনি কটূক্তি করেননি। তবে ম্যুরাল নিয়ে তার কথা আছে।
তিনি আরও বলেন, এখানে একটা বড় মাদরাসা আছে। মাঝে মধ্যেই জানাজা বা অনুষ্ঠানের কারণে যাওয়া হয়। গেলে শিক্ষকদের সঙ্গে মাঝে মাঝে বসা হয়। যতটুকু মনে আছে, কোনো জানাজায় ওখানে গিয়েছিলাম। ওখানকার বড় হুজুর জামাল উদ্দিন মাহমুদ সন্দিপি। যতটুকু দেখেছি, আল্লাহর রাস্তা ছাড়া দুনিয়াদারি কোথাও তাকে পাইনি। তিনি কষ্ট করে মাদরাসাটা গড়ে তুলেছেন। তার শিষ্যরা সারা বাংলাদেশে বিচরণ করছেন। সারারাত তিনি নামাজ পড়েন। তার হাঁটুতে ব্যাথা, উঠতে পারেন না। যতটুকু মনে হয়েছে, তিনি সম্পূর্ণরূপে আল্লাহওয়ালা একজন মানুষ। সন্দেহ নাই। মাদরাসায় বসেছি, তিনি বলেছেন- তার ছাত্র তাকে কাটাখালী গেটের ভিডিও দেখিয়েছেন।
আরও পড়ুন:
দোষ স্বীকার করে ফেসবুক লাইভে কাঁদলেন মেয়র আব্বাস
মেয়র আব্বাসের বিরুদ্ধে ৩ মামলা, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
তিনি বললেন, ম্যুরালটার বিষয়ে কোনো চেঞ্জ আনা যায় না? আমি বললাম, কী সমস্যা? উনি ব্যাখা দিলেন। বোঝালেন। আমি শুনেছি। আমি তো মানুষ, আমি তো একটা মুসলমান। আল্লাহর কথায় আসলে কে না দুর্বল হয়। একটু দুর্বল হলাম। সেদিন বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কটূক্তি করিনি। বলেছি, ম্যুরালটা করলে ইসলামে ঠিক হবে না। এটা পাপ হবে। আড্ডার মধ্যে অনেক গল্পই তো মানুষ করে। আমিও হয়ত করেছি। হয়ত ভুল করেছি, কিন্তু কত বড় ভুল করেছি?’
সারাবাংলা/ইউজে/এএম