রুশ সীমান্তে অস্ত্র বাড়াচ্ছে ন্যাটো—অভিযোগ মস্কোর
৩০ নভেম্বর ২০২১ ২৩:৫৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০২১ ১৩:১৮
রাশিয়া সীমান্ত এলাকায় উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট- ন্যাটো অস্ত্র সরবরাহ বাড়িয়েছে বলে অভিযোগ করেছে মস্কো। শীর্ষ রুশ কূটনীতিক সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা রাষ্ট্রগুলোর ক্রমাগত উস্কানি প্রকৃত সশস্ত্র সংঘাতের দিকে যেতে পারে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমেরিকা ও ব্রিটেনসহ ন্যাটো দেশগুলোর উল্লেখযোগ্য ইউনিট এবং অস্ত্র আমাদের সীমান্তের কাছাকাছি মোতায়েন করা হচ্ছে।’ সীমান্তে ন্যাটোর অস্ত্র সরবরাহের মাত্রাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেন, ’প্রতিবেশী ইউক্রেনের ডনবাসে সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম এনে রাখা হচ্ছে।’ প্রবীণ এই রুশ কূটনীতিকের মতে, পশ্চিমা দেশগুলো কিয়েভের কর্মকর্তাদের রাশিয়া বিরোধী পদক্ষেপ নিতে উৎসাহিত করছে। এমন পদক্ষেপ সহজেই সামরিক অভিযানে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে সংযত রাখতে না পারে— বিপরীতে যদি ইউক্রেনকে উৎসাহিত করে—তাহলে অবশ্যই আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।’
মার্কিন নেতৃত্বাধীন জোট এবং মস্কোর মধ্যে পুনরায় উত্তেজনার মধ্যে ল্যাভরভের এমন মন্তব্য এলো। ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সম্প্রতি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, কৃষ্ণ সাগর ও বাল্টিক সাগরে ন্যাটোর সক্ষমতা তিন গুণ বৃদ্ধি করা হয়েছে। ওই অঞ্চলে রাশিয়ার তরফ থেকে আসা ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় ন্যাটো এমন তৎপরতা বাড়িয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি কৃষ্ণ সাগরে মার্কিন নৌবাহিনীর মিসাইলবাহী রণতরী ডেস্ট্রোয়ার আর্লেই বার্ক মোতায়েন করা হয়েছে। এছাড়া রাশিয়ার জলসীমার কাছাকাছি এলাকায় আরও দুটি আমেরিকান রণতরী ভাসতে দেখা গেছে বলে দাবি করেছে মস্কো।
সারাবাংলা/আইই