Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে সামরিক সরকারের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২১ ২২:৫৯ | আপডেট: ১ ডিসেম্বর ২০২১ ১৩:১৯

সুদানে সামরিক সরকারের বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমেছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানী খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদের পাশে জড়ো হন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ব্যবহার করছে পুলিশ।

গত এক মাস ধরে সুদানে সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। মঙ্গলবারের বিক্ষোভটি গত কয়েকদিনের মধ্যে সবচেয়ে বড়। আন্দোলনকারীরা রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের কয়েক কিলোমিটার রাস্তা আটকে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শণ করছেন। এসময় তারা ‘সেনারা ব্যারাকে ফিরে যাও’ বলে স্লোগান দিচ্ছেন।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, লাখো মানুষ সামরিক সরকার বিরোধী আন্দোলনে নেমেছেন। আন্দোলন দমনে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিয়েছে পুলিশ। বিক্ষোভরতদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে।

এর আগে গত ২৫ অক্টোবর সুদানের সেনাপ্রধান ফাত্তাহ আল বুরহান দেশটির অন্তর্বর্তীকালীন বেসামরিক সরকার উৎখাত করে জরুরি অবস্থা জারি করেন। ওইদিন নিরাপত্তা বাহিনী বেসামরিক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকসহ কয়েক ডজন রাজনীতিবিদকে আটক করে। এর পর থেকেই সুদানে সামরিক বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। পরে গণআন্দোলনের মুখে ২২ নভেম্বর রাতে মধ্যস্থতাকারীদের সঙ্গে এক সমঝোতায় সেনাবাহিনী ক্ষমতাচ্যুত বেসামরিক রাজনৈতিক নেতাদের ফের সরকারে ফিরিয়ে আনে। বেসামরিক নেতারা সরকারে ফিরলেও সরকারের নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে রয়েছে।

সারাবাংলা/আইই

সুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর