Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
৩০ নভেম্বর ২০২১ ২০:৪২

ছবি: সারাবাংলা

ঢাকা: বাংলা একাডেমির সভাপতি, স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানান বস্ত্র ও পাট মন্ত্রী।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। একইসঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

খ্যাতিমান লেখক, বিশিষ্ট নজরুল গবেষক, বাংলা একাডেমির সভাপতি ড. মো. রফিকুল ইসলাম আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সারাবাংলা/এনএস

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর