Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুইটার সিইওর পদত্যাগ, নতুন দায়িত্বে পরাগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩০ নভেম্বর ২০২১ ১৯:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:৫৫

যুক্তরাষ্ট্রভিত্তিক মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসি পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রতিষ্ঠানটির সাবেক চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) পরাগ আগারওয়াল।

সোমবার (২৯ নভেম্বর) এক টুইটার বার্তায় এ খবর নিশ্চিত করেছেন ৪৫ বছর বয়সী জ্যাক ডরসি। এখন থেকে তিনি টুইটারের পরিচালনা বোর্ডের একজন সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন। আর পরাগ হবেন টুইটারের প্রথম ফুলটাইম সিইও। এর আগে, জ্যাক স্কয়ার ইনকরপোরেশনের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করতেন।

বিজ্ঞাপন

এদিকে, মাইক্রোসফট-গুগলের পর এবার টুইটারের শীর্ষপদে একজন ভারতীয়র অভিষেক প্রযুক্তিভিত্তিক জাতীয়তাবাদে এক অনন্য অর্জন ফলাও করে প্রচার করছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

টুইটারের নতুন সিইও ৩৭ বছর বয়সী পরাগ আগারওয়াল বিশ্বের তরুণ প্রযুক্তি বিশারদদের তালিকার ওপরের দিকে রয়েছেন। মুম্বাই আইআইটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নিয়ে পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেন।

পরে তিনি মাইক্রোসট,ইয়াহু এবং এটিঅ্যান্ডটি কোরের গবেষক হিসেবে কাজ করেন। ২০১১ সালে তিনি টুইটারে যোগ দেন। তিনি অডিয়েন্স তৈরির মেশিন লার্নিং নিয়ে কাজ করতেন। টুইটারে তিনিই প্রথম প্রকৌশলী হয়েও সিটিও পদে বসতে পেরেছিলেন।

সারাবাংলা/একেএম

জ্যাক ডরসি টুইটার পরাগ আগারওয়াল প্রধান নির্বাহী কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর