টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন ১৬ জানুয়ারি
স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১৮:২১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:৩০
৩০ নভেম্বর ২০২১ ১৮:২১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২০:৩০
ঢাকা: আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। এই আসনটিতে শতভাগ ইভিএমে ভোট হবে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এদিন ইসির ৯১তম সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা’র সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় সভা শুরু হয়।
উল্লেখ্য, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় আসনটি শুন্য হয়। গত ১৬ নভেম্বর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সারাবাংলা/জিএস/পিটিএম