Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইনুদ্দিনের মৃত্যুতে মায়ের মামলা, বাসে আগুনের আরেক মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১৭:৫৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৮:০৮

ঢাকা: রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহতের ঘটনায় রামপুরা থানায় মামলা দায়ের করেছেন তার মা রাশিদা বেগম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নিরাপদ সড়ক আইন ২০১৮-এর ধারা অনুযায়ী রাশিদা বেগম এই মামলাটি দায়ের করেন। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিহত শিক্ষার্থীর মা মামলাটি দায়ের করেছেন। ওই শিক্ষার্থীকে চাপা দেওয়া অনাবিল বাসটির চালককে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গণপিটুনির শিকার সেই চালক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন- অনাবিল পরিবহনের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, ৮ বাসে আগুন

এদিকে, একই ঘটনায় রামপুরা এলাকায় আটটি বাসে আগুন ও চারটি বাসে ভাঙচুর করার ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

ওসি বলেন, বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পরপরই কয়েকটি বাসে আগুন দেওয়া হয়, কয়েকটি বাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় অজ্ঞাত আনুমানিক ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস।

আরও পড়ুন-

‘মাইনুদ্দিনকে বাস চাপা দিয়েছে, আপনারা আসেন’

বাসচাপায় মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় হেলপার আটক

সারাবাংলা/ইউজে/টিআর

টপ নিউজ বাসচাপায় শিক্ষার্থী নিহত মাইনুদ্দিন ইসলাম দুর্জয়

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর