ওমিক্রন পাওয়া গেছে যেসব দেশে
৩০ নভেম্বর ২০২১ ১৭:৫১ | আপডেট: ১ ডিসেম্বর ২০২১ ১৭:৪৮
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। গত ৯ নভেম্বর শনাক্ত হওয়ার মাস না পেরোতেই করোনার এ রূপকে উদ্বেগের তালিকায় স্থান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টার চেয়েও বেশি সংক্রমণ ক্ষমতা ওমিক্রনের। বুধবার দক্ষিণ আফ্রিকা এই ভ্যারিয়েন্ট শনাক্তের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানায়। পরে বতসোয়ানা, বেলজিয়াম, হংকং, ব্রিটেন এবং ইসরাইলেও এই ভ্যারিয়েন্ট পাওয়া যায়।
নতুন এ ভ্যারিয়েন্টের বিস্তার ও মিউটেশনের ক্ষমতা অন্য সকল ভ্যারিয়েন্টের তুলনায় বেশি বলে ধারণা করা হচ্ছে। ভ্যারিয়েন্টি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর দ্রুতই অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে।
সিএনএন’র তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত বিশ্বের যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে—
- বতসোয়ানায়—১৯ জন
- অস্ট্রেলিয়ায় —৬ জন
- পর্তুগাল—৭৭ জন
- অস্ট্রিয়ায়—১ জন
- বেলজিয়াম—১ জন
- কানাডায়—৩ জন
- চেক প্রজাতন্ত্রে—১ জন
- ডেনমার্ক—২ জন
- ফ্রান্স (রিইউনিয়ন আইল্যান্ড) —১ জন
- জার্মানি—৪ জন
- হংকং—৩ জন
- ইসরাইল—২ জন
- ইতালি—৪ জন
- জাপান—১ জন
- নেদারল্যান্ডস—১৪ জন
- স্পেন—১ জন
- সুইডেনে—১ জন
- যুক্তরাজ্যে—১৪ জন
সারাবাংলা/আইই