Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রিপাবলিক বার্বাডোজ, রানির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২১ ১৭:১২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৫৭

ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক চুকিয়ে দুনিয়ার নতুন রিপাবলিক হিসেবে যাত্রা শুরু করল বার্বাডোজ। রাজধানী ব্রিজটাউনের এক জমকালো অনুষ্ঠান থেকে দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দামে সানদ্রা ম্যাসন।

স্বাধীনতার ৫৫তম বার্ষিকীর ওই আয়োজনে রানি এলিজাবেথের অভিনন্দন বার্তা নিয়ে হাজির ছিলেন প্রিন্স চার্লস। আর ওই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বার্বাডিয়ান পপস্টার রিয়ানা।

বিজ্ঞাপন

বক্তব্যে প্রিন্স চার্লস বলেন, বার্বাডোজ ছিল দাসত্বের নিষ্ঠুরতম নিদর্শন। এখন তারা একটি নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছে যা আনন্দের।

এর মধ্য দিয়ে বার্বাডোজ দ্বীপে ব্রিটেনের কয়েক শতকের সাম্রাজ্য বিলুপ্ত হলো। যেখানে দুইশ বছরেরও বেশি সময় ধরে ওই অঞ্চলটিকে ট্রান্সআটলান্টিক দাস বাণিজ্যের তীর্থস্থান হিসেবে পরিচিত করেছিল।

বার্বাডোজে রানি এলিজাবেথের শাসনকে ফাইনাল স্যালুটের মাধ্যমে বিদায় জানানো হয়। একইসঙ্গে রাজকীয় মাপের পতাকাও পরিবর্তন করেছে দ্বীপ দেশটি।

সারাবাংলা/একেএম

টপ নিউজ বার্বাডোজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর