এবার চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত
৩০ নভেম্বর ২০২১ ১৬:৪৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৬:৫০
চট্টগ্রাম ব্যুরো: কয়েকদিন আগে ঢাকায় সিটি করপোরেশনের ট্রাকচাপায় নটের ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হন। সর্বশেষ গতকাল রাতে রাজধীনর রামপুরায় বাসের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল শিক্ষার্থীর। এ নিয়ে রাজধানীতে চলছে শিক্ষার্থী আন্দোলন । এর রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জয়দীপ দাশ (১৮) চট্টগ্রামের মীরসরাই ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি কক্সবাজার জেলায়। বাসা চট্টগ্রাম নগরীর চকবাজার জয়নগর আবাসিক এলাকায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘যে ছেলেটি মারা গেছে সে নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। তারা তিন বন্ধু পটিয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে শহরে বাসায় ফিরছিলেন। পথে নতুন রেলওয়ে স্টেশনের সামনে একটি ট্রাককে ওভারটেক করতে গেলে সেটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পায় ছেলেটি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জয়দীপের বড় বোন চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রী উল্লেখ করে ওসি বলেন, ‘বড় বোন থানায় এসেছিলেন। তারা জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে প্রথমে বাড়িতে যাবেন। সৎকার শেষে শহরে ফিরে মামলা করবেন।’
সারাবাংলা/আরডি/পিটিএম