Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিএ ভবনের সামনে অনশনে শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১৬:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৭:৫৫

ঢাকা: ৯ দফা দাবি আদায়ে রাজধানীর বনানী বিআরটিএ ভবনের মূল গেটের সামনে অনশনে বসেছে শিক্ষার্থীরা। এই ৯ দফা দাবির মধ্যে হাফ পাসের দাবি মেনে নিয়েছে বেসরকারি বাস মালিক সমিতি। বাকী ৮ দফা বাস্তবায়নে বিআরটিএ ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বনানীর বিআরটিএ কার্যালয়ের প্রধান ফটকের সামনে অনশনে বসেন।

জানা যায়, নিরাপদ সড়ক ও বাসে হাফ পাসের দাবিতে যে ৯ দফা দাবি দিয়েছিল শিক্ষার্থীরা তা বাস্তবায়নে কালক্ষেপণ করার কারণে অনশনে যেতে বাধ্য হয়েছে। মঙ্গলবার সকালের দিকে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েতউল্লাহ এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি মেনে নেওয়ার কথা জানান।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাসে হাফ ভাড়া দিতে পারবেন। এটা শুধু ঢাকার জন্য প্রযোজ্য হবে।

তবে শিক্ষার্থীদের দাবি, হাফ পাসের দাবি ছিল সারাদেশে চলাচলের ক্ষেত্রে। কিন্তু মালিক সমিতি শুধু ঢাকার ক্ষেত্রে মেনে নিয়েছে। এই শর্ত মেনে নেয়নি শিক্ষার্থীরা। তাই সারাদেশে হাফ পাসের দাবি ও নিরাপদ সড়কের দাবিতে অনশনে গিয়েছে শিক্ষার্থীরা।

আজকের মধ্যে দাবি মানা না হলে আমরণ অনশনে যেতে বাধ্য হবে বলে জানান অনশনে বসা শিক্ষার্থীরা।

সারাবাংলা/ইউজে/এসএসএ

টপ নিউজ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর