Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারদ নদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১৩:৫৫

নাটোর: করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর নাটোরের নারদ নদের তীরে আবারও শুরু হয়েছে উচ্ছেদ অভিযান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকা থেকে শুরু করা হয় উচ্ছেদ অভিযান।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নারদ নদের প্রায় ৩৩ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। নদী রক্ষায় উচ্চ আদালত এবং এবং সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

প্রথম দিনে মঙ্গলবার ৪৯টি স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।

সারাবাংলা/এমও

উচ্ছেদ অভিযান নারদ নদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর