বাসচাপায় মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় হেলপার আটক
৩০ নভেম্বর ২০২১ ১০:৫৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ১৩:১২
ঢাকা: রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক বাসের হেলপার চান মিয়াকে রাজধানীর সায়েদাবাদ থেকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়। র্যাব-৩ এর অপস অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বাসের হেলপার আটকের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
এর আগে, সোমবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে রামপুরা থেকে মালিবাগের পলাশবাগ এলাকায় অনাবিল পরিবহনের বাসের চাপায় মাঈনুদ্দীন দুর্জয় নামে এসএসসি পরীক্ষার্থী (১৭) নিহত হয়। সে দুর্জয় নামের ওই কিশোর একরামুন্নেছা বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পাশের তিতাস রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত সে।
এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই এলাকায় অবস্থানরত বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে। ঘাতক বাসের চালক পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: অনাবিল পরিবহনের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, ৮ বাসে আগুন
সারাবাংলা/ইউজে/এমও