Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে স্থগিত ৪ ইউনিয়নের পাঁচ কেন্দ্রে পুনঃভোট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২১ ১০:৪৬

কক্সবাজার: নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত হওয়া কক্সবাজারের চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রের পুনঃভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি চোখে পড়েছে।

প্রথম ও দ্বিতীয় দফায় এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল। ফলে চার ইউনিয়নের তিনটি পদের বিপরীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়নি।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন জানান, গত ২০ সেপ্টেম্বর প্রথম দফায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দু’টি কেন্দ্র এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলককাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

এছাড়া দ্বিতীয় দফায় ১১ নভেম্বর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

পুলিশ সুপার জানান, কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমও

কক্সবাজার টপ নিউজ পাঁচ কেন্দ্র পুনঃভোট শুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর