নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল মঙ্গলবার
২৯ নভেম্বর ২০২১ ২৩:০১
ঢাকা: আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ৯১তম কমিশন সভায় এ তফসিল ঘোষণা করা হবে।
এইদিন ইসির কমিশন সভায় প্রথম এজেন্টায় রাখা হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। এ ছাড়াও টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচন, পৌরসভার সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন কমিশন সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে। ইসির দায়িত্বশীল সূত্র সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নির্বাচন কমিশনের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘আগামী ৩০ নভেম্বর রোববার ইসির ৯১তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এক নম্বর এজেন্ডায় রাখা হয়েছে।’
ইসি সূত্র জানায়, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। সে হিসাবে ৩০ নভেম্বর তফসিল ঘোষণা করে ৪০ থেকে ৪৫ দিন হাতে রেখে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে, ২০১৬ সালের ২২ ডিসেম্বর নাসিকের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে ওয়ার্ড রয়েছে ২৭টি।
ইসি সূত্র জানায়, আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যে বিদায় নিচ্ছেন বর্তমান কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন(ইসি)। বর্তমান কমিশনের মেয়াদ শেষের আগেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক), সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করতে চাচ্ছে ইসি। এ ছাড়াও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বেশ কয়েকটি উপজেলা, পৌরসভা ও সংসদীয় আসনের উপনির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন আগামী ডিসেম্বর, জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন করতে চাচ্ছে বিদায়ী কমিশন। এরইমধ্যে এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। কমিশনের অপর চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।
আগামী ১৫ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। আইনানুযায়ী আগামী বছর ১৫ ফেব্রুয়ারির আগে রাষ্ট্রপতি নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শেষ করবেন।
সারাবাংলা/জিএস/একে