Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিক নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম নিলেন আইভী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ২২:১০

নারায়ণগঞ্জ: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই সিটির বর্তমান মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ দিন আরও ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

সারাবাংলা/টিআর

ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নাসিক নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর