Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রমার জন্মজয়ন্তীতে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধের শপথ

সারাবাংলা ডেস্ক
২৯ নভেম্বর ২০২১ ২১:১৬

চট্টগ্রাম ব্যুরো: প্রমা আবৃত্তি সংগঠনের ৩২ বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধের শপথ নেওয়া হয়েছে। এসময় চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু করে প্রমা। এরপর শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মূল আয়োজন শুরু হয়। শুরুতেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢোলবাদ্যে মুখরিত হয়ে উঠে পুরো প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

এরপর সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধের শপথ নিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়। আর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রমার ৩২ বছরে পদাপর্ণের আয়োজনের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল ও সহসভাপতি কংকন দাশের সঞ্চালনায় চট্টগ্রামের বিশিষ্টজনদের মধ্যে কথামালায় অংশ নেন শিক্ষাবিদ রীতা দত্ত, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, রাজনীতিক মফিজুর রহমান, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, শিল্পী ঢালী আল মামুন, নারীনেত্রী নুরজাহান খান, কবি বিশ্বজিৎ চৌধুরী, কামরুল হাসান বাদল, হোসাইন কবির, হাফিজ রশিদ খান, আকতার হোসাইন, মানজুর মোহাম্মদ, আহমেদ মুনির, নাট্যজন শুভ্রা বিশ্বাস, সুচরিত দাস খোকন, সঞ্জিব বড়ুয়া, আবৃত্তিশিল্পী দেবাশীষ রুদ্র, হাসান জাহাঙ্গীর, মাহবুবুর রহমান মাহফুজ, সেলিম রেজা সাগর, কবি আকতারী ইসলাম এবং ফারহানা আনন্দময়ী।

বিজ্ঞাপন

নৃত্য পরিবেশন করেন স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, নটরাজের শিল্পীরা। সংগীত পরিবেশন করেন শ্রেয়ষী রায়, লাকী দাস ও অনিমেষ চক্রবর্তী। একক আবৃত্তি পরিবেশন করেন মনজুর মুন্না ও এ টি এম সাইফুর রহমান।

শব্দনোঙর আবৃত্তি সংগঠন, নির্মাণ আবৃত্তি সংগঠন, কণ্ঠনীড় বাচিক চর্চাকেন্দ্র, চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্র, বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্র, মনটোনাস আবৃত্তি পোতাশ্রয়সহ বিভিন্ন সংগঠন প্রমার ৩২ বছর পদার্পণে শুভেচ্ছা জানায়।

সারাবাংলা/আরডি/টিআর

প্রমা আবৃত্তি সংগঠন প্রমার জন্মজয়ন্তী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর