Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাংবাদিকতার মানোন্নয়নে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২১ ২০:৪৪

ময়মনসিংহ: সাংবাদিকতার মানোন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

তিনি বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যেন দেশ ও জনগণের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই উদ্দেশ্যেই প্রেস কাউন্সিল সাংবাদিকতা পেশার মানোন্নয়নে কাজ করছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ কনফারেন্স হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতার নীতিমালা, প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

এসময় প্রেস কাউন্সিল সচিব মোহাম্মদ শাহ আলম, প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঞ্জুরুল আহসান বুলবুল ও সিনিয়র তথ্য কর্মকর্তা মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

কর্মশালায় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন। পরে প্রেস কাউন্সিল চেয়ারম্যান তাদের হাতে সনদ তুলে দেন।

সারাবাংলা/টিআর

বাংলাদেশ প্রেস কাউন্সিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর