Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনের মাথায় ফের সুইডিশ প্রধানমন্ত্রী ম্যাগদালিনা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২১ ২০:৩৪

পদত্যাগের চার দিনের মাথায় ফের প্রধানমন্ত্রী পদে ফিরলেন সুইডেনের ম্যাগদালিনা অ্যান্ডারসন। সোমবার (২৯ নভেম্বর) সুইডেনের পার্লামেন্টে এক ভোটে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এর আগে গত বুধবার সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে জয় পেয়েছিলেন ম্যাগদালিনা। তবে ওইদিনই গ্রিন পার্টি সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় সাড়ে সাত ঘণ্টা দায়িত্ব পালন করে পদত্যাগ করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার সুইডেনের ৩৪৯ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ফের ভোট হয়। এতে ম্যাগদালিনা অ্যান্ডারসনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন ১০১ জন সদস্য। তবে ‘না’ ভোট দেন ১৭৩ জন সদস্য। ভোট দানে বিরত থাকে ৭৫ জন। ‘হ্যাঁ’ ভোটের চেয়ে ‘না’ ভোট বেশি হলেও সুইডেনের সংবিধান অনুযায়ী পার্লামেন্টে অর্ধেকের বেশি সদস্য তার বিরোধিতা না করায় প্রধানমন্ত্রী পদে ফিরতে পেরেছেন তিনি।

এর আগে গত সপ্তাহে সুইডেনের বামপন্থি দল গ্রিন পার্টির সঙ্গে এক সমঝোতা করে ম্যাগদালিনার দল সোশ্যাল ডেমোক্রেটস পার্টি। এতে পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হয় ম্যাগদালিনা অ্যান্ডারসনের পক্ষে। গত বুধবার সকালে সুইডিশ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডারসনকে ভোট দেন। এতে দেশটির শতবছরের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন তিনি।

তবে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দিনই পদত্যাগ করেন ম্যাগদালিনা অ্যান্ডারসন। অর্থমন্ত্রী থাকা অবস্থায় তার পেশকৃত বাজেটটি পার্লামেন্টে বুধবার ১৫৪-১৪৩ ভোটে প্রত্যাখ্যান হয়। এর ফলে ক্ষমতাসীন জোটের শরিক দল গ্রিন পার্টি তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী অ্যান্ডারসনও পদত্যাগ করেন। যদিও চাইলে পরবর্তী আস্থা ভোটের আগে পর্যন্ত সরকার প্রধানের দায়িত্ব পালন করে যেতে পারতেন তিনি।

ম্যাগদালিনা অ্যান্ডারসন বিদায়ী প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। গত ১১ নভেম্বর পার্লামেন্টে সমর্থন হারিয়ে লোফভানের পদত্যাগের পর ম্যাগদালিন অ্যান্ডারসনকে সরকার গঠনের আহ্বান জানান পার্লামেন্টের স্পিকার।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

টপ নিউজ ম্যাগদালিনা অ্যান্ডারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর