নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব
২৯ নভেম্বর ২০২১ ১৯:২৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ১৯:৩৪
ঢাকা: আয়কর বিবরণীতে গরমিল থাকায় ঢাকায় নায়ক শাকিব খানের যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (২৯ নভেম্বর) কর অঞ্চল-১২ থেকে শাকিব খানের বিভিন্ন ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গিয়েছে।
এনবিআর সূত্র বলছে, শাকিব খানের আয়কর নথিতে সমস্যা রয়েছে। এই সমস্যা থাকার কারণে এর আগেও তাকে চিঠি দেওয়া হলে কোনো উত্তর পাওয়া যায়নি। যার কারণে তার বিভিন্ন ব্যাংক হিসাবসহ সংশ্লিষ্ট তথ্য চেয়ে তলব করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শাকিব খান রানার এবং তার ওপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব, তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণীর পাশাপাশি তাদের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে।
এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা সরবরাহের অনুরোধ করা হয়েছে চিঠিতে।
সারাবাংলা/এসজে/পিটিএম